জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

চুই ঝাল দিয়ে গরুর মাংসের সহজ রেসিপি

Easy recipe of Beef with Chui Jhal
চুই ঝাল দিয়ে গরুর মাংসের সহজ রেসিপি। ছবি: সংগৃহীত

কুরবানির ঈদে হাজারও আইটেম থাকে।তার মধ্যে চুই ঝালের গরুর মাংস থাকলে খারাপ না কিন্তু। গরুর মাংসের বিভিন্ন পদের মধ্যে অন্যতম জনপ্রিয় চুইঝাল দিয়ে গরুর মাংস। সকলে পছন্দ করবে এমনকি ভাত নান রুটি যে কোন কিছু সঙ্গে পরিবেশ করাও যাবে।জেনে নিন চুইঝাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি-

উপকরণ:

গরুর মাংস- ১ কেজি
চুইঝাল টুকরা- ২ কাপ
সরিষার তেল- ১ কাপ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ চা চামচ
জিরা বাটা- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা বাটা- ২ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
দারুচিনি- ৪ টুকরা
এলাচ- ৪টি
লবণ- স্বাদমতো
টক দই- আধা কাপ
লবঙ্গ- ৬টি
কাঁচা মরিচ- ৫/৬টি
তেজপাতা- ৪টি
গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
ভাজা জিরা গুঁড়া- আধা চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ।

প্রণালি:

মাংস ছোট টুকরা করে ধুয়ে নিন। টক দই ও লবণ দিয়ে মাখিয়ে ঘণ্টাখানেক রাখুন।চুলায় কড়াই বসিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ দিন। পেঁয়াজ ভাজা হলে তাতে বাকি সব মসলা দিয়ে ভালো করে কষান।

মসলা কষানো হলে তেল ওপরে উঠে আসলে তাতে মাংস ও চুইঝাল দিয়ে দিন। ভালোমতো কষিয়ে পানি দিয়ে দিন। এসময় চুলার আঁচ মাঝারি রাখুন।

মাংসের ঝোল গাঢ় হয়ে তেল ওপরে উঠে আসলে তাতে ভাজা জিরা গুঁড়া, গরম মসলা দিয়ে নামিয়ে নিন। এইবার সুন্দর করে পরিবেশন করুন গরম ভাতের সাথে।