নভেম্বর ২৩, ২০২৪

শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

চির চিরনিদ্রায় শায়িত হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ

Rising Cumilla - Abu Saeed, a student of Begum Rokeya University, was laid to rest
ছবি: সংগৃহীত

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাত দুইটায় তার মরদেহ গ্রামে পৌঁছে। এ সময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী-ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষে নিহত হন সাঈদ। ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদের শিক্ষাজীবন ছিল সবচেয়ে উজ্জ্বল। তার এক ভাই উচ্চমাধ্যমিক পাস করেছেন। অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে।