শনিবার ১২ জুলাই, ২০২৫

চান্দিনা পৌরসভার ৮১ কোটি ৯লাখ টাকার বাজেট ঘোষণা

Rising Cumilla -Chandina Municipality announces budget of Tk 81.9 crore
ছবি: প্রতিনিধি

কুমিল্লায় চান্দিনা পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ৮১ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে চান্দিনা পৌরসভার সভা কক্ষে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

এতে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৬৩১ টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯ হাজার ৪৯৭ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৩০ লাখ টাকা, রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। বাজেটে উদ্ধৃত ধরা হয়েছে ৮ কোটি ৪ লাখ ১৪ হাজার ১২৮ টাকা।

বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা প্রেস ক্লাব উপদেষ্টা কাজী আবদুর রাজ্জাক রাশেদ, সহ-সভাপতি মামুনুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, অর্থ সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক আকিবুল ইসলাম হারেছ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ৮নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, ৬ ও ৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ আলম, ৩ ও ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, পৌর হিসাব রক্ষক মো. আবুল কালাম আজাদ, চান্দিনা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা, মো. আবু সাঈদ প্রমুখ।

আরও পড়ুন