রবিবার ১৩ জুলাই, ২০২৫

চান্দিনার জোয়াগ আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সাইফুল ইসলাম সভাপতি মনোনীত

Rising Cumilla -Chandina's Joag Ahmadiya High School ad hoc committee approved, Saiful Islam nominated as president
ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ আহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা।

এতে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম (বাবর) কে সভাপতি মনোনীত করা হয়। বুধবার (৯ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়া কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ কে সদস্য সচিব, দুলাল চন্দ্র মজুমদারকে শিক্ষক প্রতিনিধি এবং মোশারফ হোসেন মুরাদকে অভিভাবক সদস্য করা হয়। সাইফুল ইসলাম (বাবর) চান্দিনা উপজেলার কুদুটী গ্রামের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আবদুল বারী মাস্টারের বড় ছেলে।

নব গঠিত কমিটির সভাপতি সাইফুল ইসলাম (বাবর) জানান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে নিয়ম-শৃঙ্খলার উন্নয়নে কাজ করে যাবো।

আরও পড়ুন