রবিবার ২৭ জুলাই, ২০২৫

চান্দিনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ গ্রহণ

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই ) সকালে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চান্দিনা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ মো. আলমগীর খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চান্দিনার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী ফারহানা ইয়াসমিন, সদস্য ফারিহা নাহার কলি ও তানজিনা আক্তার, জুলাই শহীদ ইমাম হাসান তায়িমের নানি রৌশনারা বেগম।

আলোচনা সভা শেষে এতিম শিশুদের উপস্থিতিতে জুলাই শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন।

আরও পড়ুন