সোমবার ২১ জুলাই, ২০২৫

চান্দিনায় জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তাইমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িমের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা পৌর শাখার আয়োজনে রবিবার (২০ জুলাই) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ তাইমের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং বৃক্ষ রোপণ করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হক এর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা পৌর শাখার সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইফতির সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা থানার এসআই ইমাম হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ইমাম হাসান তায়িমের ভাই রবিউল আউয়াল তুহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনা পৌর শাখার আহ্বায়ক মো. রাব্বি, স্টুডেন্টস এলায়েন্স অফ চান্দিনার নির্বাহী সদস্য ফয়সাল আহমেদ, মো. রাহাত, হাফেজ মাহবুব, ওমর ফারুক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর প্রমুখ।

আরও পড়ুন