রকেট বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান। স্বনামধন্য ও শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশব্যাপী মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন পলিসির অধীনে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন।
পদের নাম:
১. হেড অফ ডিস্ট্রিবিউশন
২. রিজিওনাল হেড: সেলস এন্ড ডিস্ট্রিবিউশন
৩. হেড অফ কর্পোরেট ডিসবার্সমেন্ট
৪. হেড অফ কালেকশন এন্ড ইউটিলিটি
৫. হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট
৬. হেড অফ কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট
৭. হেড অফ ব্রান্ড প্রমোশন এন্ড ট্রেড মার্কেটিং
৮. হেড অফ রিটেল মার্চেন্ট একুয়ারিং
৯. অফিসার-কর্পোরেট ডিসবার্সমেন্ট
১০. অফিসার-কালেকশন এন্ড ইউটিলিটি
১১. অফিসার-প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট
১২. অফিসার-কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট
১৩. অফিসার-টেলকো রিলেশন এন্ড প্রোডাক্ট প্রমোশন
১৪. অফিসার-ক্রিয়েটিভ ডিজাইন
১৫. টেরিটরি অফিসার: সেলস এন্ড ডিস্ট্রিবিউশন
পদ সংখ্যা: ১৫
আবেদনের যোগ্যতা: স্নাতক পাস ও মাস্টার্স পাস করতে হবে। প্রার্থীকে কমপক্ষে ২ থেকে বছরের অভিজ্ঞতা ১৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :
ক) ন্যাশনাল বিজনেস ম্যানেজার/ রিজিওনাল ম্যানেজার/ সিনিয়র এরিয়া ম্যানেজার/ এরিয়া ম্যানেজার/ সিনিয়র সেলস ম্যানেজার: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে যে কোন বিষয়/বিভাগ-এ স্নাতকোত্তর ডিগ্রী (তৃতীয় বিভাগ/শ্রেণি ব্যতীত)।
খ) সেলস ম্যানেজার: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে যে কোন বিষয়/বিভাগ -এ স্নাতক ডিগ্রী (তৃতীয় বিভাগ/শ্রেণি ব্যতীত)।
অন্যান্য প্রয়োজনীয়তা :
নির্বাচিত প্রার্থীদের বেতন ও পদবী তাদের কাজের অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের উপর ভিত্তি করে নির্ধারন করা হবে।
• অবশ্যই ইনোভেটিভ, সেলফ মোটিভেটেড, টার্গেট/রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে।
• প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের সমগ্র দেশব্যাপী সম্প্রসারিত যে কোন রকেট ও এজেন্ট ব্যাংকিং অফিসে পদায়ন করা হবে।
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদেরকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও চাকরির অভিজ্ঞতার প্রমাণপত্র স্ক্যান করে অনলাইনে জুলাই ৩১, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পদসমূহের যে কোন একটিতে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে কোন কারণ দর্শানো ব্যতিরিকে সকল পদের আবেদন বাতিল করা হবে।