সোমবার ৪ আগস্ট, ২০২৫

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনীর তল্লাশি

ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় লাইসেন্স না থাকায় টি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার সকালে হাজীগঞ্জ উপজেলা সদরে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালানো হয়। রাতে সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা সদরের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যৌথ বাহিনী উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চেক পোস্ট বসায়। এ সময় ১৫০টি যানবাহনে তল্লাসি চালানো হয় এবং মোটরচাইকেল চালক ও প্রাইভেট গাড়ির মালিকদের বিরুদ্ধে ৮টি মামলা করা হয়।

জরিমানা আদায় করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া লাইসেন্স না থাকায় ১১টি মোটরসাইকেল জব্দ করে হাজীগঞ্জ থানায় পাঠানো হয়।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আরও পড়ুন