জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য, দুই প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা

Rising Cumilla -Expired products in Chandpur, two companies fined 53 thousand taka
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার তৈরির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হক ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য রাখা, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে, নিউ চিটাগং বেকারিকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির জন্য ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীকে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ, নকল ও ভেজাল পণ্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও, অবৈধভাবে পণ্য মজুত না করার জন্য সতর্ক করা হয়।

এই অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

আরও পড়ুন