
চাঁদপুর জেলা পুলিশের চলমান মাদক ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩ মে) জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় পৃথক অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ২ জন এবং পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. আরিফুর রহমান সরকার, সঙ্গীয় ফোর্স ও যৌথবাহিনীর সহযোগিতায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর এলাকার নোয়া গাজী বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (২৫) ও মো. শাকিল হোসেন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়া এএসআই মো. সামছুল আলম ও জাকির হোসেন রূপসা এবং হর্নি দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৩ আসামি—সাহানাজ বেগম, মো. আরিফুল ইসলাম (আরিফ), এবং মো. হাবিব উল্যা পাটোয়ারীকে গ্রেফতার করেন।
শাহরাস্তি থানাধীন- ওসি মো. আবুল বাসার পিপিএম(বার)–এর নির্দেশনায় এএসআই মো. শহীদুল্লাহ’র নেতৃত্বে পৃথক অভিযানে আরও ২ পরোয়ানাভুক্ত আসামি—ছাবিকুন নাহার ও শাহিদা বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।