জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

চলতি বছর হজ করতে গিয়ে প্রথম বাংলাদেশি যাত্রীর মৃত্যু

Hajj
ছবি: সংগৃহীত

এ বছর বাংলাদেশ থেকে শনিবার (১৮ মে রাত) পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে ১৫ মে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪।

শনিবার (১৮ মে) ভোররাত ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এবারের হজে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে মো. আসাদুজ্জামানের মৃত্যু হয়।

এদিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনে বলা হয়েছে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি।

গত ৯ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ১০ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২০ জুন । ফিরতি ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।