জানুয়ারি ১৪, ২০২৫

মঙ্গলবার ১৪ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিপুল ভোটে জয়

Chittagong-10 by-election: Boat candidate Mohiuddin Bachchu wins with huge votes
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর বিপুল ভোটে জয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু।

রবিবার (৩০ জুলাই) রাতে মোট ১৫৬ কেন্দ্রের ভোট গণনা শেষে নগরীরর এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।

নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। মোট ভোট পড়েছে ১১ দশমিক ৭০ শতাংশ। বিজয়ী প্রার্থী ১০ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. শামসুল আলম ১৫৬টি কেন্দ্রে সর্বমোট ১ হাজার ৫৭২ ভোট পেয়েছেন।

ঘোষিত ফলাফলে জানা যায়, চট্টগ্রাম-১০ আসনের মোট ১৫৬টি ভোট কেন্দ্রের মধ্যে মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট, জাতীয় পার্টির মো. সামসুল আলম এক হাজার ৫৭২ ভোট, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত এক হাজার ২৩০ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ৫৭৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী ৪৮০ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া ৩৬৯ ভোট।

গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য আফছারুল আমীনের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।