ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা

Chittagong Challengers team bus hit by lorry
ছবি: সংগৃহীত

বিপিএলের জনপ্রিয় দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা থেকে টিম বাসটি চট্টগ্রাম যাচ্ছিল।

জানা গেছে, সকাল সাতটায় বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। তবে বাসে থাকা টিম বয়রা এবং ক্রিকেটারদের সরঞ্জাম বাদে আর কেউ আহত হয়নি। সবাই সুস্থ আছেন।

চলমান বিপিএলে দারুণভাবে এগোচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে দলটি। প্লে অফের দৌড়ে ভালোভাবেই আছে তারা। গতকালই বিমানে করে দলটির ক্রিকেটাররা চট্টগ্রামে পৌঁছে গেছেন।

আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে হোম টিম চ্যালেঞ্জার্স। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি এ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।