ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

ঘুমিয়ে গেলেন লাইভে এসে ‘বিটিএস’ তারকা জাংকুক

ঘুমিয়ে গেলেন লাইভে এসে বিটিএস’ তারকা জাংকুক
ঘুমিয়ে গেলেন লাইভে এসে বিটিএস’ তারকা জাংকুক । ছবি: সংগৃহীত

কে-পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সদস্য জাংকুক লাইভে গান গাইতে এসে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে পড়ার ভিডিওটি টুইটারে ভাইরাল হয়েছে। এমনকি সেই ঘুমন্ত শিল্পীকেই টানা ২১ মিনিট ধরে দেখলেন প্রায় ৬০ লাখ দর্শক।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে,যখন কোরিয়ায় স্থানীয় সময় সকাল সাতটা,তখনই জাংকুক লাইভে আসেন। আর জাংকুক সেই সময়ে ক্যামেরার দিকে তাকিয়ে বিছানায় শুয়েই ছিলেন। এর আগের রাতটি তিনি না ঘুমিয়েই কাটিয়েছিলেন।

লাইভ ক্যামেরার দিকে তাকিয়ে তরুণ এই বিটিএস তারকাকে বলতে শোনা যায়, ‘যদি আমি ঘুমিয়ে পড়ি, স্ট্রিমিং কোম্পানি কিন্তু পাগল হয়ে যাবে।’এরপর জাংকুক তার কালো বালিশটি দেখান এবং পরমুহূর্তেই ঘুমিয়ে যান।

কিন্তু মজার ব্যাপার হলো, লাইভটি এরপরও টানা ২১ মিনিট ধরে চলে। সেসময় প্রায় ৬০ লাখ দর্শক গান শোনার বদলে ঘুমন্ত শিল্পীকে দেখেন।তেমনি ভিডিও টি ছড়িয়ে পেড়েছিলো।

সকলে মন্তব্য করেছিলেন সেই ভিডিওতে।একজন লিখেছেন, ‘আমরাও জাংকুকের সঙ্গে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েছিলাম। জাংকুক তোমাকে ভালোবাসি। আরেকজন লিখেছেন, ‘জাংকুক সব সময় আমার কাছে স্বস্তির মানুষ হয়ে থাকবেন