অক্টোবর ৪, ২০২৪

শুক্রবার ৪ অক্টোবর, ২০২৪

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

Train engine breaks down in Gazipur, passengers suffer
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে গাজীপুরের শ্রীপুরে। এতে চরম দুর্ভোগে যাত্রীরা পড়লেও এ সময়ে অন্য কোনো ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৭টা ২০মিনিটে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, আউটারে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন ফেল হয়েছে। এখন ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন আনা হচ্ছে। ভাওয়াল এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটিকে শ্রীপুর স্টেশনের এক নাম্বার লাইনে প্রবেশ করিয়ে লাইন চালু করা হবে।