সেপ্টেম্বর ২০, ২০২৪

শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪

গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: ডব্লিউএইচও মহাপরিচালক

Dr Tedros Adhanom Ghebreyesus
তেদরোস আধানোম গেব্রেয়াসুস। ছবি: এএফপি/ গেটি ইমেজেস

ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

বুধবার এক এক্সবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেছেন, সব পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। গাজায় প্রতি সেকেন্ডে চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য আমরা করছি, একের পর এক প্রাণ ঝরে পড়ছে। চারদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসাসামগ্রী সীমান্তে আটকে আছে। চিকিৎসা সহায়তা দিতে দেরি না করে আমাদের এখনই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া প্রয়োজন।

এরই মধ্যে গতকাল মঙ্গলবার রাতে গাজার আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এখনো শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। গত সপ্তাহে গাজায় ইসরায়েলের বোমা হামলা শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী বোমা হামলা।

এক্সে দেয়া পোস্টে গুতেরেস লিখেছেন, আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে।