জুলাই ৭, ২০২৫

সোমবার ৭ জুলাই, ২০২৫

গাঁজাসহ গ্রেপ্তার পৌরসভার নারী কাউন্সিল

Municipal women's council arrested with marijuana
গাঁজাসহ গ্রেপ্তার পৌরসভার নারী কাউন্সিল। ছবি: সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় শারমিন আক্তার (৩০) নামে পৌরসভার এক নারী কাউন্সিলরকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (০৯ আগষ্ট) রাতে পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার বিকালে ডিবি পুলিশের একটি দল পাবনা শহরের বাইপাশ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার শারমিন আক্তার আটঘরিয়া উপজেলার দেবোত্তর মহল্লার আতিয়ার রহমানের মেয়ে ও মো. নিজামুল হকের স্ত্রী। তিনি আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর।

দীর্ঘদিন ধরে নারী কাউন্সিলরের আড়ালে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছে শারমিন আক্তার। নারীদের দিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তুলেছে সে। উঠতি বয়সী তরুণীদের দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্জলে মাদক সরবরাহ করে যাচ্ছে। এমনকি জেলার বাইরেও তারা মাদকের সাপ্লাই দিয়ে যাচ্ছে। সেদিন টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক কারবারি মাদক বিক্রি করার জন্য এসেছে এবং মাদক পাচারের মিটিং করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন