সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

Writ to the High Court seeking directions for importation of cows
গরু আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট। ছবি: সংগৃহীত

গরু ও গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে জীবন্ত গরু ও মাংস আমদানির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেছেন।

এতে বলা হয়, গরুর মাংস বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অন্যতম প্রধান খাদ্য। কিন্তু বাজারে গরুর মাংসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ইতোমধ্যে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

রিটে বলা আরও বলা হয়েছে, আমদানি নীতি ২০২১-২৪ অনুযায়ী, গরুর মাংস একটি আমদানিযোগ্য পণ্য। অপরদিকে ‘দ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ অর্ডার’ ১৯৭২ এর ধারা ১২ অনুযায়ী, প্রয়োজনীয় পণ্য আমদানির মাধ্যমে বাজারে পণ্য সরবরাহ নিশ্চিত করে বাজারমূল্য সহনীয় রাখা টিসিবির আইনি কর্তব্য। কিন্তু টিসিবি বিদেশ থেকে জীবন্ত গরু এবং গরুর মাংস আমদানি না করে তার আইনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছে।

রিটে তিনি গরু এবং গরুর মাংস আমদানির জন্য হাইকোর্টের প্রয়োজনীয় নির্দেশনা চান। এতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও টিসিবির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।