শনিবার ১২ জুলাই, ২০২৫

খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি

খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি
খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি। ছবি: সংগৃহীত

বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন খালেদা জিয়ার অবস্থা ‘সংকটজনক’ জানিয়ে দ্রুত তাকে বিদেশে পাঠানোর আবারো দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে এক সমাবেশে বিএনপি মহাসচিব এই দাবি জানান।

তিনি বলেন, আজকে যখন তার (খালেদা জিয়া) জীবন-মরণ সমস্যা তখন তাকে আটকিয়ে রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু একজন বন্দি নন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বর নেত্রী।

একবার নয় তিন বার প্রধান মন্ত্রী হয়েছেন, দুইবার বিরোধী দলীয় নেত্রী। এখনো কারাগারে থেকেও এই অসুস্থবস্থায় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই নেত্রী আজ তারা বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীর যদি সুচিকিতসা না হয়, তাকে যদি বিদেশে পাঠানো না হয় চিকিৎসার জন্য আরো অবনতির দিকে যেতে পারে।

কারাবন্দিদের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নজির আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সব বন্দিকে চিকিৎসা দিতে হবে এবং চিকিৎসার জন্য যদি প্রয়োজন হয় তাকে বিদেশেও পাঠাতে হবে।

বার বার তার (খালেদা জিয়া) পরিবার থেকে, তার ডাক্তাররা এবং আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে, মানবিক কারণে তাকে চিকিৎসার স্বার্থে বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠানো হোক।

এরকম অনেক নজির আছে। আসম আবদুর রব সাহেবকে পাঠানো হয়েছিল জিয়াউর রহমান তাকে জার্মানি পাঠিয়েছিলেন কারাগার থেকে। আজকে যিনি জোর করে ক্ষমতা দখল করে আছেন শেখ হাসিনাকে তাকেও কেয়ারটেকার সরকারের সময়ে চিকিৎসার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিলো। আমরা সেই কথা ভুলে যাইনি।”

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা খারাপ হলে শুক্রবার সকালে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

৭৮ বছর বয়েসি খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদ্‌রোগ, লিভার জটিলতায় ভুগছে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন ম্যাডামের লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে। সেজন্য তাকে দ্রুত বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্ল্যানারি সেন্টারে পাঠানো দরকার।

সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তি শর্তাবলিতে বিদেশে চিকিৎসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো যাচ্ছে না।

ঢাকা মহানগর বিএনপির উত্তরের উদ্যোগে উত্তরার আবদুল্লাহপুর পলওয়ে মার্কেটের সংলগ্ন মাঠে সরকার পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তিসহ ‘এক দফা’ দাবিতে এই সমাবেশ হয়। নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহুর্র মুহুর্র স্লোগান দেয়।

ঢাকা উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, শাহজাদা মিয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, রাকিবুল ইসলাম বকুল, সাঈদ সোহরাব, তাবিথ আউয়াল, যুব দলের মামুন হাসান, কৃষক দলের হাসান জাফির তুহিন, তাঁতী দলের আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন