জানুয়ারি ৮, ২০২৫

বুধবার ৮ জানুয়ারি, ২০২৫

খসড়া তালিকা প্রকাশ, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

Rising Cumilla - Draft Electoral Roll Press Briefing
ছবি কোলাজ: রাইজিং কুমিল্লা

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। আগে ছিল ১২ কোটি ১৮ লক্ষ ৫০ হাজার ১৬০ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ। এর মধ্যে পুরুষ ১ দশমিক ৯ শতাংশ ও নারী ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে

খসড়া এই তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে ১৩ হাজার ১৫১ জনকে। ।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩১ জানুয়ারি। আর গৃহীত সিদ্ধান্ত দেয়া হবে ৯ ফেব্রুয়ারি।

প্রবাসী ভোটারদের ৭টি দেশে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ১১টি মিশনে চালু হয়ে এখন পর্যন্ত ১৩ হাজার ১৫১ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। এছাড়া, হালনাগাদ কার্যক্রমে প্রবাসীদের অনলাইনে আবেদন করার পরামর্শও দিয়েছে ইসি।

নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি।

এরআগে সবশেষ ২০২৪ সালের ২ মার্চ প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ছিল ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। এছাড়া ওই তালিকায় তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ছিল ৯৩২ জন।