ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম

bidya Sinha saha MIM celebrated Eid ul adha
কোরবানি দিলেন বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম বিগত কয়েক বছরের মতো এবারের ঈদেও পশু কোরবানি দিচ্ছেন। এবার দুটি খাসি জবাই দিলেন এই অভিনেত্রী।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির পশুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে মিম লিখেছেন, ‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানি ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মতো এবারও আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন।’

তিনি আরও লিখেছেন, ‘ঈদের প্রস্তুতি সম্পন্ন, ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাইকে ঈদ মোবারক।’