সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

কোন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

কোন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
কোন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম। ছবি: ফেসবুক

বিদ্যা সিনহা মিম ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম অভিনেত্রী। তিনি অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।

স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম। রাজধানীর মিরপুর ডিওএইচএস এর কালচারাল সেন্টারে অবস্থিত বায়োজিনের হেড কোয়ার্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সাথে গণমাধ্যমের পরিচয় পর্ব। আর চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শুরু হলো মিমের নতুন দায়িত্ব গ্রহণ।

এখন থেকে আগামী এক বছরের জন্য বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন জনপ্রিয় অভিনেত্রী মিম।

এ সময় মিম বলেন, ‘বায়োজিন পণ্যের মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। ব্র্যান্ডটি শুরু থেকেই নারীদের ত্বক উজ্জ্বল ও সুন্দর নিশ্চিত করতে নানারকম কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। আমি নিজেও তাদের কয়েকটি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেছি। এসব কিছু পর্যবেক্ষণ করে আমি বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে সম্মত হয়েছি। আশা করছি তাদের -এর সঙ্গে ভালো ভালো কাজ করতে পারব।

উল্লেখ্য, আসন্ন ঈদে দুই মাধ্যমে দেখা মিলবে নন্দিত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। ঈদে ৫ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘অন্তর্জাল’। এরই মধ্যে ছবির পোস্টার উন্মোচন করা হয়েছে।