ডিসেম্বর ২৬, ২০২৪

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪

কোথায় গেলেন রাঘব-পরিণীতি?

Where did Raghav-Parineeti go?
কোথায় গেলেন রাঘব-পরিণীতি?। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা গত ১৩ মে তারা বাগদান সেরেছেন।দিল্লির কপূরথলা হাউজে রাঘবের সঙ্গে আংটিবদল সারেন পরিণীতি। সেখানে উপস্থিত ছিলেন নামি-দামি অনেকে।

পরিণীতি চোপড়া ও আম আদমি সময় বের করে একসঙ্গে স্বর্ণমন্দিরে গেলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

সাদা পোশাকে সেজেছিলেন পরিণীতি। মাথা ঢাকা ছিল সাদা ওড়নায়। অন্যদিকে সাদা কুর্তা-পাজামা পরেছিলেন রাঘব। সঙ্গে ধূসর রঙের জওহর কোট। মাথা ঢাকা ছিল গেরুয়া রঙের কাপড়ে। স্বর্ণমন্দিরে সেবাও করেন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ভিডিও-ও।