সেপ্টেম্বর ৭, ২০২৪

শনিবার ৭ সেপ্টেম্বর, ২০২৪

কেন কম করছে নাটক তা জানালেন মেহজাবীন

Mehazabien Chowdhury told why she is doing less drama
কেন কম করছে নাটক তা জানালেন মেহজাবীন। ছবি: ফেসবুক

দীর্ঘদিন ধরেই ছোটপর্দা থেকে দূরে আছেন মেহজাবীন চৌধুরী। প্রায় এক বছর ধরে এ অভিনেত্রী নাটকের শুটিংয়ে নেই। তবে ঈদ-উল-আজহায় আবারও ছোটপর্দায় ফিরবেন মেহজাবীন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মেহজাবীন বলেন,যে ধরনের চরিত্র করতে চান সে রকম পাচ্ছেন না।দুই বছর আগে যেসব চরিত্রে কাজ করেছি, ঘুরেফিরে সে রকমের কাজই আসে। এক যুগের বেশি সময় কাজ করে আসছি, এখন একটু চ্যালেঞ্জিং, একটু নতুনত্ব আছে—এমন কাজ করতে চাই আমি। সেটি রোমান্টিক, থ্রিল বা ফ্যান্টাসি হোক না কেন। তবে ওটিটিতে কিছু পাচ্ছি, সেখানে কিছু কাজ করছিও।

ওটিটি প্ল্যাটফর্মেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মেহজাবীন। মুক্তির অপেক্ষায় আছে মেহজবীন অভিনীত ওয়েব সিরিজ ‘পুনর্জন্ম’-এর শেষ অধ্যায়। এটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী, আবদুল্লাহ আল সেন্টু।