প্রতি কেজিতে চিনির দাম ৩ টাকা কমল। খোলা বাজারে চিনির দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এর ফলে প্রতি কেজি খোলা চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। আর প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রমজান মাসে চিনির বাজারে অস্থিরতা কমাতে আমদানি পর্যায়ে ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির ওপর প্রযোজ্য ৩ হাজার টাকা ও পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে দাম প্রতিকেজি পরিশোধিত খোলা চিনিতে দাম পাঁচ এবং প্যাকেটজাতে চার টাকা হারে বাড়ানো হয়েছিল। ফলে ওই দিন থেকে বাজারে খোলা চিনি ১০৭ টাকা ও প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা নির্ধারিত ছিল। যদিও দেশের কোথাও এই বাড়তি দামেও চিনি বিক্রি হয়নি।