ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৪৩ এএম
ডিসেম্বর ১১, ২০২৩ ৮:৪৩ এএম

কুষ্টিয়ায় এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে মিলবে ড্রাইভিং লাইসেন্স

বিআরটিএ কুষ্টিয়া। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এখন থেকে এক দিনের পরীক্ষায় অংশ নিয়ে ড্রাইভিং লাইসেন্স মিলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়ার উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। পরে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়াদের একই দিনে বায়োমেট্টিক মেশিনের সাহায্যে (ফিঙ্গার) গ্রহণ করা হয়।

এ ডিজিটাল পদ্ধতি গ্রহণের ফলে ড্রাইভিং লাইসেন্স করতে আসা মানুষদের একবারই বিআরটিএ কার্যালয়ে আসতে হবে। আগে যেখানে তিনবার আসতে হতো। দ্রুত কাজ হওয়ায় খুশি ড্রাইভিং লাইসেন্স করতে আসা জন সাধারণ।

এসময় জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক আতিকুল আলম উপস্থিত ছিলেন।