নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লা-৬ আসন: নির্বাচনী প্রচারণায় মুখরিত নগরীর অলিগলি

Cumilla-6 Constituency - Aligli of the city busy with election campaign
ছবি: সংগৃহীত

আর কিছুদিন পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় এখন সরব কুমিল্লা নগরী। নির্বাচনী এলাকায় প্রার্থী নিজে এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মাইকে ভোটারদের নিজেদের মার্কায় ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে প্রচারণা ও রকমারি স্লোগানে মুখর নগরীর অলিগলি।

কুমিল্লা-৬ (সদর-সিটি কর্পোরেশন-সেনানিবাস) আসনে বিভিন্ন দলের প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে আছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।

এদিকে সর্বশেষ রিপোর্ট পাওয়া অনুযায়ী, কুমিল্লা মহানগরীর ১৯ নং ২০ নং এলাকাসহ ১৩ নং ওয়ার্ড দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় বাসীদের সাথে নৌকা মার্কার নিবার্চনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নৌকা মার্কায় ভোট চান এমপি বাহার।

অপরদিকে কুমিল্লা মহানগরের ১৫ নং ১৬ নং ১৭ নং এলাকাসহ আরাইওড়া ও ডায়বেটিস মার্কেটের সহ বাদুরতলা হয়ে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও ঈগল প্রতীকে ভোট চান এমপি সীমা।

জেলা প্রশাসন সূত্রমতে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ৩০ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে কুমিল্লার প্রতিটি উপজেলায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি চলে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হয় গত ১৮ ডিসেম্বর। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।