ডিসেম্বর ১২, ২০২৪

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা সেনানিবাসে ৪র্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

Rising Cumilla - 4th Star Line Cup Golf Tournament held at Comilla Cantonment
ছবি: সংগৃহীত

কুমিল্লা সেনানিবাসে ৪র্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্টের জমজমাট সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর)  সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন সেনানিবাস থেকে শতাধিক গলফার অংশ নেন।

প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব’র প্রেসিডেন্ট এবং কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক।

কুমিল্লা ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাব’র সদস্য সচিব শেখ হাসনাত-ই-মিরাজ’র পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, মেজর জেনারেল (অব:) মোস্তাফিজুর রহমান, স্টার লাইন গ্রুপ’র পরিচালক জামাল উদ্দিন,পরিচালক মাঈন উদ্দিন ও বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান হিরো।

এসময় উপস্থিত ছিলেন ৪র্থ স্টার লাইন কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীরা।