জানুয়ারি ১০, ২০২৫

শুক্রবার ১০ জানুয়ারি, ২০২৫

কুমিল্লা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিক আটক

Indian nationals detained illegally crossing Comilla border
ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিজিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল ৫টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ বুড়িচং উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় টহল পরিচালনা করে।

এ সময় সীমান্ত থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামতলা নামক স্থান থেকে মাহবুল খান (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃত মাহবুল ভারতের সিপাহীজলা জেলার কলমছড়া থানার আদমপুর গ্রামে আফজাল খানের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছৃ, তিনি ভারত হতে বাংলাদেশে চোরাচালানি পণ্য পাচারে সহায়তা করার উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।

আটককৃত ভারতীয় নাগরিক চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধে এবং পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার দায়ে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।