নভেম্বর ২৬, ২০২৪

মঙ্গলবার ২৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা সিটি উপনির্বাচনে ভোটের হার ৩৮.৮২%

Kandirpar, Cumilla
কান্দিরপাড়, কুমিল্লা। ছবি: রাইজিং কুমিল্লা

গতকাল শনিবার (৯ মার্চ) শেষ হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচন। যেখানে মোট ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ। বৈধ ভোট দিয়েছেন ৯৪ হাজার ১১৫ জন ভোটার। একটিও ভোট বাতিল হয়নি।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোট ১০৫টি মধ্যে ডা. তাহসীন বাহার সূচী বাস প্রতীকে ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান সাক্কু ঘটি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

অপর দুই প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।

এদিকে, এই প্রথম নগরবাসী এত কম ভোটার উপস্থিতির সাক্ষী হয়েছে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সিটিতে মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভোট পড়েছে মাত্র ৩৮ দশমিক ৮২ শতাংশ। এত কম ভোটার উপস্থিতি আগে কখনোই দেখেননি কুমিল্লা নগরবাসী!

নির্বাচন কমিশন সূত্র ও ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা সিটিতে প্রথম ভোট হয় ২০১২ সালের জানুয়ারিতে। সে সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পরিচিত হয় নগরীর ভোটাররা। তখন নগরীতে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ২৭৯ জন। নির্বাচনে ২৭ টি ওয়ার্ডের ৪২১ টি ভোট কক্ষে মোট ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭২ টি। এর মধ্যে সঠিক হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫২২ ভোট। সে অনুযায়ী ৭৫ শতাংশ মানুষ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল।

এর আগে নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ। নির্বাচনে মোট ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। তখন মোট ১ লাখ ৩২ হাজার ৬৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সে অনুযায়ী, নির্বাচনে ভোট পড়ে ৬৩ দশমিক ৯২ শতাংশ।

গত বছর মেয়র আরফানুল হক রিফাত মারা যাওয়ায় তফসিল অনুযায়ী শনিবার (৯ মার্চ) কুমিল্লা সিটি কর্পোরেশনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে ভোট পড়ে মাত্র ৩৭ দশমিক ৮২ শতাংশ। বিগত নির্বাচনগুলোর চেয়ে এটিই ছিল সবচেয়ে কম ভোটার উপস্থিতির নির্বাচন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫৯ জন। কিন্তু ভোট প্রয়োগ করে মাত্র ৯৪ হাজার ১১৫ জন ভোটার।

ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের মনে ভোট উৎসব নেই। লম্বা কোনো লাইনও চোখে পড়ে নি। পুরুষের চেয়ে নারী ভোটারদের আধিক্য দেখা গেছে। এদিন সকাল থেকে বেশ কয়েকটি সহিংসতার ঘটনাও ঘটেছিল।

আজ রোববার ১১টার দিকে বিজয়ী প্রার্থী ডা.তাহ্সীন বাহার সূচনাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হবে।