ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘শেখ হাসিনা হল’ থেকে সাপ উদ্ধার

Rising Cumilla - Snake recovered from Sheikh Hasina Hall of Cumilla University
ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হল থেকে দুধরাজ নামের একটি সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জলাই) সন্ধ্যা ৭ টায় ওই হলের দক্ষিণ দিকের ডি ব্লকের ১১৮ নম্বর রুম থেকে  ওই সাপটি উদ্ধার করে রেসকিউ টিম। এসময় ওই হলের ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১১৮ নম্বর রুমের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাদিয়া ইসলাম বলেন, বাহির থেকে রুমে  এসে আমি রেস্ট নিচ্ছিলাম। আমরা দু’জন ছিলাম রুমে। হঠাৎ এক আপু চিৎকার করে বললো তোমাদের রুমে সাপ ঢুকছে। দেখলাম দরজার পাশের বেডের নিচে ঢুকতেছে। তখন আমার রুমমেট ঘুমাচ্ছিলো। সে চিৎকার শুনে উঠে যায়। তারপর দারোয়ান মামা এসে বেডের নিচে বাড়ি দিতেই সাপ আমার বেডের নিচে চলে আসে। পরে আমরা রুম থেকে বের হয়ে যাই। পরে জানালা বন্ধ করে  দরজা  বন্ধ করে দেই।

ফেনী থেকে এসে  রেসকিউ টিম সাপটিকে উদ্ধার করে । রেসকিউ টিমের সদস্য বলেন, এই প্রজাতির সাপ বাংলাদেশে অনেক রয়েছে। এর নাম দুধরাজ সাপ। এটা নির্বিশ সাপ। তবে সাপের লিঙ্গ পরীক্ষা করে দেখতে হবে এটা পুরুষ নাকি মহিলা।

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মেহের নিগার বলেন, আমাদের হলে নিয়মিত কার্বলিক এসিড দেওয়া হয়। হলের আশেপাশে ঝোপঝাড় রয়েছে। তাই সাপ আসার সম্ভাবনা থাকে। তবে আমরা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করি। আর এসিডের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। আমি আবারও বলে দিব যেন নিয়মিত কার্বলিক এসিড দেয়।

এর আগেও  ধীরেন্দ্রনাথ দত্ত হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ বিভিন্ন অনুষদ ভবন এবং প্রশাসনিক ভবন থেকে সাপ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা  মনে করেন, পাহাড়ি ক্যাম্পাস হওয়ায় মাঝে মাঝে সাপের উপদ্রব দেখা যায়।