ডিসেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রক্তাক্ত প্রান্তর এখন ‘ছাত্র আন্দোলন চত্বর’

Cumilla Universitys bloody wasteland is now Student Movement Square
ছবি: প্রতিনিধি

দেশব্যাপী চলমান কোটাবিরোধী আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তরুণ শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার ওই স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ নামকরণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকাল সাড়ে সাড়ে চার টায় প্রতিবাদ মিছিল থেকে চত্বরটির এই নামকরণ করা হয়। ‘ছাত্র আন্দোলন চত্বর’ নামকরণের পাশাপাশি সেখানে বৃক্ষরোপণও করেছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, গত ১১ জুলাই, বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা দুপুর ৩টায় ক্যাম্পাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অভিমুখে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করেন। যেখানে ৪ জন সাংবাদিকসহ কমপক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। কিন্তু ওই ঘটনায় কুবি প্রশাসনের নীরব ভুমিকা লক্ষ করা গেছে। এক পর্যায়ে পুলিশী বাধা প্রতিহত করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যায়।

আন্দোলনকারী কুবি শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলাকে স্বরণ করে রাখতেই এই স্থানকে ‘ছাত্র আন্দোলন চত্বর’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। যেটা আমাদের পক্ষ থেকে একটি প্রতিবাদ এবং ভবিষ্যৎ প্রজন্মও যাতে আমাদের এই সংগ্রামকে ধারণ করতে পারে সেজন্য আমাদের এই উদ্যোগ।

এসময় বিক্ষোভ মিছিল থেকে ৪৮ ঘন্টার মধ্যে প্রক্টরের অপসারণ এবং হামলায় অংশগ্রহণ করা পুলিশ সদস্যদের তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার আল্টিমেটাম দেয়া হয়।