ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লা বাংলাদেশের রাশিয়া!—দাবি জেন–জিদের

Cumilla City
কুমিল্লা শহর | ছবি: রাইজিং কুমিল্লা/শাদমান আল আরবী

বাংলাদেশের সাবেক শেখ হাসিনা সরকার পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জেন-জি প্রজন্ম, ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের জন্ম হয়েছিল।

জেন-জির পূর্ণরূপ হলো জেনারেশন-জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর।

সম্প্রতি ২৩ জানুয়ারি জেন জেড বাংলাদেশ ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, ‘সিলেট যদি বাংলাদেশের লন্ডন হয়, তাহলে কুমিল্লা বাংলাদেশের রাশিয়া।’

তবে ঠিক কি কারণে এ পোস্ট করা হয়েছে তা স্পষ্ট করা হয় নি।

সর্বশেষ, এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে ৩১৫ জন মন্তব্যে করেছেন। এবং শেয়ার করেছেন ৮৯ জন।