কুমিল্লা ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার উদ্যোগে গতকাল শনিবার কুমিল্লা (২৪ আগস্ট) বুড়িচং উপজেলার হরিপুর এলাকায় বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা ও তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের কাজ করা হয়।
এই ত্রান সামগ্রী বিতরণ ও পানি বন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য অন্যান্য সংগঠনের সাথে সমন্বয় করে কাজ করেন পূর্বাশা কচি-কাঁচা মেলার সমন্বয়ক- মেহেদী হাছান, সংগঠক- মীর হোসেন, সাথী ভাই নুরউদ্দীন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার কুমিল্লা বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় গ্রামের গোমতী নদীর বাঁধ ভেঙ্গে বুড়িচং উপজেলার ব্যাপক এলাকা জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি গ্রাম। তাদের উদ্ধারে ও ত্রান সামগ্রী বিতরণে কাজ করে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার সদস্যরা।