নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লা নগরীতে হরতালবিরোধী শান্তি মিছিলে আ’লীগ নেতার মৃত্যু

Md. Belal Hossain
মো. বেলাল হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে হরতালবিরোধী শান্তি মিছিল নিয়ে যাওয়ার পথে অসুস্থ হয়ে বিল্লাল হোসেন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন নগরীর চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

কুমিল্লা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিল্লাল হরতালবিরোধী মিছিল নিয়ে নগরীর চকবাজার এলাকা থেকে কান্দিরপাড়ে এসে হঠাৎ বুকের ব্যথায় সড়কে লুটিয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেলে বিল্লাল হোসেনের জানাজা নগরীর কাপ্তান বাজার এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার। শান্তি মিছিলে দেওয়া এক বক্তব্যে এমপি বাহার নেতাকর্মীদের বিল্লাল হোসেনের জানাজায় সকলকে অংশ নিতে আহ্বান জানান।