জুলাই ২৭, ২০২৪

শনিবার ২৭ জুলাই, ২০২৪

কুমিল্লা নগরীতে জমির বিরোধে বড় ভাই খুন, ছোট ভাই পলাতক

Cumilla Medical College Hospital
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল | ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা নগরীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নিহতের ছোট ভাই ও তার সহযোগীরা পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের উনাইশার এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর হোসেন।

নিহত আবু মিয়া (৫৫) ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ঘাতক ছোট ভাই ইব্রাহিম খলিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উনাইসার এলাকার নুরুল ইসলামের ছেলে ইব্রাহিম ও আবু মিয়ার মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে মঙ্গলবার রাতে দুই ভাই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এ সময় ছোট ভাই ইব্রাহিম আবু মিয়াকে ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী পিটিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে পুলিশ বলছে, ঘটনার পরপরই ইব্রাহিম খলিল ও তার সহযোগীরা এলাকা থেকে পালিয়ে যান।

এ বিষয়ে বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, “জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় নিহতের ছেলে সায়মন মামলা করেছেন।”