নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি সরে বেরিয়ে এলো মর্টার শেল

Mortar shell came out due to rain in Lalmai hill of Cumilla
কুমিল্লার লালমাই পাহাড়ে বৃষ্টিতে মাটি সরে বেরিয়ে এলো মর্টার শেল। ছবি: সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় বৃষ্টিতে মাটি সরে একটি অবিস্ফোরিত মর্টার শেল বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে, সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিল। গত সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় মাটি সরে গিয়ে মর্টার শেলটি বেরিয়ে আসে। স্থানীয়রা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মর্টার শেলটি দেখতে পায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে দূরে সরিয়ে দেয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন, ঢাকার বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে। স্থানীয়দের নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।