সেপ্টেম্বর ১০, ২০২৪

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার লাকসাম উপ‌জেলার ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

কুমিল্লার লাকসাম উপ‌জেলার ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা
কুমিল্লার লাকসাম উপ‌জেলার ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ আজ (১২ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১১টা কু‌মিল্লার লাকসাম উপ‌জেলার বিজরা বাজার এলাকায় এ বিশেষ তদারকি অভিযান চালানো হয়।

জানা যায়, এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ‌্য বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে সংরক্ষণ, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না করা, ভোক্তা‌কে প্রতিশ্রুত ওজ‌নে পণ‌্য সরবরাহ না করা, অব‌হেলা দ্বারা স্বাস্থ‌্যহানী ঘটানো, অনু‌মোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফা‌র্মেসী‌তে বি‌ক্রির ম‌তো ভোক্তা অধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ২৬ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়াও অন্যান্য দোকানি ও ব্যবসায়ীদের সতর্ক করে হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে প্রচারণা চালা‌নো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিক্তার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আছাদুল ইসলাম।

উল্লেখ্য, এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।