সেপ্টেম্বর ১৩, ২০২৪

শুক্রবার ১৩ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার যে গ্রামের মানুষ শতভাগ মাদক ও ধূমপানমুক্ত

The people of the village of Comilla are 100% drug and smoking free
কুমিল্লার যে গ্রামের মানুষ শতভাগ মাদক ও ধূমপানমুক্ত। ছবি: সংগৃহীত

কুমিল্লার শতভাগ মাদক ও ধূমপানমুক্ত গ্রাম হিসেবে ধনপুরের নাম ঘোষণা করা হয়েছে। গত বুধবার (৫ জুলাই) জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামে এ ঘাষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ।

জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের ধনপুর গ্রাম ভারত সীমান্তবর্তী। এ গ্রামের লোকজন শতভাগ শিক্ষিত। এ গ্রামটি শতভাগ ধূমপান ও মাদকমুক্ত। মাতৃ মৃত্যুর হার শূন্যভাগ।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশিষ চৌধুরী বাসসকে বলেন, সদর দক্ষিণ থানায় কর্মকালীন সময়ে দেখেছি, ধনপুর গ্রামের মানুষের নামে কোন মামলা নেই। তাদের মাদকের সাথে কোন সংশ্লিষ্টতা নেই। এ গ্রামের মানুষ শান্তিপ্রিয়।

ধনপুর গ্রামে সরেজমিন গিয়ে দেখা যায়, পাঠাগার ও মসজিদের মাঝে একটি ছোট মাঠ। সেখানে আলোকিত গ্রাম ঘোষণার সভা বসেছে। মাঠের দক্ষিণ পাশে একটি ছায়া ছড়ানো বট গাছ। দখিনা মিষ্টি হাওয়ায় বটের পাতা দুলছে। তার মাঝ দিয়ে বিকেলের সূর্যের আলো মাঠে বসা মানুষদের গায়ে পড়ছে।

ধনপুর গ্রাম আলোকিত গ্রাম ঘোষণায় মাঠে বসা মানুষদের খুশির আভা সূর্যের সাথে মিশে নতুন দীপ্তি ছড়াচ্ছে। তবে গ্রামাবাসী খুশির মাঝেও আক্ষেপ সড়কের বেহাল অবস্থা নিয়ে। তাদের দাবি গ্রামের সড়ক গুলো পাকাকরণের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ধনপুর গ্রামে একটি পাঠাগার উদ্বোধন করতে এসেছিলাম। তখন জানতে পারি-এখানে কেউ মাদকের সাথে জড়িত নয়। ৬ জন ধূমপানের সাথে জড়িত। তাদের আমরা ১৩ মাস ধরে কাউন্সিলিং করেছি।

গত ঈদে তারা ঘোষণা দিয়ে ধূমপান ছেড়েছেন। তাই এ গ্রামটিকে আলোকিত গ্রাম হিসেবে ঘোষণা করেছি। আমরা চাই এ গ্রামের মতো বাংলাদেশের প্রতিটি গ্রাম মাদক মুক্ত হোক।