নভেম্বর ৩, ২০২৪

রবিবার ৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন

Youth killed over dredger business in Comilla's Muradnagar
কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে যুবক খুন। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মাসুম সরকার (৩৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) বিকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম ও তার সম্পর্কে চাচাতো ভাই জহির দীর্ঘদিন ধরে এলাকায় পৃথকভাবে মাটিকাটার ড্রেজার মেশিনের ব্যবসা করে আসছিল। গতকাল পূর্বশত্রুতার জের ধরে জহির মাসুম সরকারের ড্রেজার মেশিনের পাইপ ভেঙে ফেললে ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়ায়।

এরই সূত্র ধরে বিকেলে মাসুম এলাকায় ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে জহিরের নেতৃত্বে সংঘবদ্ধরা মাসুমের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত মাসুমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।