
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২৭ জন নিহত হয়েছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, এই তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি গুজব।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এই তথ্যের কোনো সত্যতা মেলেনি। বিভিন্ন গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রে খোঁজ নিয়ে মাধাইয়ায় সম্প্রতি কোনো বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রিউমর স্ক্যানার টিম স্থানীয় সাংবাদিকদের সাথে যোগাযোগ করে। প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান এই খবরটিকে “পুরোটাই গুজব” বলে নিশ্চিত করেছেন।
বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফও একই সুর ধরেছেন। তিনি এটিকে “ভুয়া” বলে উল্লেখ করে বলেন, “এমন ঘটনা ঘটেনি।”
আরও নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, “সম্প্রতি চান্দিনায় এমন কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। ২৭ জন নিহতের দাবিটি মিথ্যা।”
সুতরাং, কুমিল্লার মাধাইয়ায় দুটি বাসের সংঘর্ষে ২৭ জন নিহতের যে তথ্য সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। জনসাধারণকে এই ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।