ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার মনোহরগঞ্জে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ গ্রেপ্তার ১

1 arrested with CNG used in robbery in Cumilla's Manoharganj
ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা থানা কর্তৃক অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত রবিবার (১৬ জুন) ফয়সাল মনোহরগঞ্জ থানা এলাকার একটি অনুষ্ঠানে আলোকসজ্জার সরঞ্জাম ভাড়া দিয়ে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন। অজ্ঞাতনামা ৪ জন লোক তাকে পথরোধ করে তার মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনার পর ফয়সাল মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সাহায্যে অভিযান চালিয়ে ছিনতাইকারী টিটু হোসেনকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে ছিনতাই করা মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু হোসেন তার অপরাধ স্বীকার করে। উক্ত ঘটনায় মনোহরগঞ্জ থানায় ৩৯২ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।