এপ্রিল ২৯, ২০২৫

মঙ্গলবার ২৯ এপ্রিল, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Rising Cumilla - Monthly meeting of the Law and Order Committee in Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক নিয়ন্ত্রণ ও রাস্তাঘাট সংস্কারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্থ রাস্তাঘাটগুলো দ্রুত মেরামত করার উপর গুরত্বারোপ করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার ও হাজী নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইঁয়া রিপন ও শেখ আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা মো. রাগিব হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

আরও পড়ুন