ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

Rising Cumilla - Distribution of Agricultural Inputs to Small and Marginal Farmers in Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে সরিষা, ভুট্রা ও পেঁয়াজ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম।

এসময় সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ নুরুল আমিন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা যথাক্রমে মোঃ আবুল হোসেন, মোঃ তফাজ্জল হোসেন, মোঃ আব্দুল মান্নানসহ কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রবি মৌসুমে সরিষা, ভুট্রা ও পেঁয়াজ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্য সরিষা, ভুট্রা ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। আশা করছি ভালো ফলন পাবে কৃষকরা। এই বিষয়ে সার্বক্ষনিক সহযোগিতা করবে কৃষি অফিস।