ডিসেম্বর ৯, ২০২৪

সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত

Rising Cumilla - Monthly anti-law and order, anti-terror and anti-sabotage meeting held at Brahmanpara, Comilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা, এবং সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এসব সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এছাড়া ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, মালাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শশীদল ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সালদানদী বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার শফিউর রহমান, শশীদল বিওপির বিজিবি ক্যাম্প কমান্ডার আবু বক্কর, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মো. আমীর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, উপজেলা জামাতের আমীর রেজাউল করিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সদর ইউপি সদস্য শামসুন্নাহার বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।