ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অর্ধশতাধিক কবরস্থান জিয়ারত

Rising Cumilla - At Brahmanpara in Cumilla, more than half a hundred cemeteries were visited with scholars and dignitaries of the area
ছবি: প্রতিনিধি

দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করে ফুলের বাগান করা, প্রত্যেকের বাড়ীর আঙ্গীনায় ফুলের ও ফলের গাছ লাগানো এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ব্যাক্তিটি সমাজের বিভিন্ন শ্রেনীপেশার লোকদের নিয়ে কাজ করে যেতেন তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের কৃতি সন্তান সমাজসেবক মরহুম এডভোকেট মোঃ শাহআলম সরকার।

ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন গ্রামের কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। আন্দোলনে সাড়া দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামের শত শত কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

তারা বিশ্বাস করেন আমরা প্রত্যেকেই একদিন কবরবাসী হব। কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন করলে কবরবাসী আমাদের জন্য দোয়া করবে। মরহুম এড, শাহআলম সরকার- দুনিয়া থেকে বিদায় নিলেও তার ভাল কাজ গুলো আজীবন করে যাবার ঘোষনা দিয়েছেন মরহুম এড. শাহআলম সরকার এর ভাই বিশিষ্ট আইনজীবী এড. মনিরুর হক সরকার৷ এসব কাজে পাশে থাকার চেস্টা করে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মহালক্ষীপাড়া গ্রামের কৃতি সন্তান মোঃ জাহিদুল হাসান৷

দিন ব্যাপী অর্ধশতাদিক কবরস্থান জিয়ারত করেন মহালক্ষীপাড়া শাহী ঈদগাহ ময়দানের ইমাম হযরত মাওলানা আবু নাসর জিহাদী৷ দিনব্যাপী কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক, ইউপি সদস্য মোঃ বসির আহাম্মদ সরকার, ইউপি সদস্য মোঃ সোহেল ভূইয়া, সাবেক ইউপি সদস্য মোঃ শাহ জাহান, মহালক্ষীপাড়া আবেদিয়া দরবার শরীফের বর্তমান পীর মোঃ আমিনুল ইসলাম, বিল্লাল হোসেন মাস্টার, এড. কামরুর হাসান, বিল্লাল হোসেন সরকার, আইয়ুব সরকার রুবেল, শাহ জালাল সরকারসহ এলাকার মযজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং অত্র এলাকার সকল শ্রেনী পেশার মানুষ৷ এসময় অত্রএলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া ও মোনাজাত করা হয়৷