ডিসেম্বর ১১, ২০২৪

বুধবার ১১ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাত কর্মকর্তার বিদায় ও বরণ

Rising Cumilla - Farewell and reception of seven officials in Brahmanpara, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদানকৃত কর্মকর্তাদের বরণ ও বদলি হয়ে কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা দেওয়া দেওয়া হয়েছে।

গত বুধবার রাতে উপজেলা অফিসাস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ ডাক বাঙলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সাত দপ্তরের বিদায় ও যোগদানকৃত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয় ও নতুনদের বরণ করা হয়।

জানা গেছে, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা জয় বনিক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে অন্য জেলা ও উপজেলায় বদলি হয়েছেন।

এছাড়া ব্রাহ্মণপাড়া উপজেলায় নতুন কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. শহীদুল ইসলাম শেখ।

বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈন ‍উদ্দিন হাসান।

এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রকৌশলী মো. আবদুর রহিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. তোফায়েল আহমেদ ভূইয়া, ডা. শঙখজিৎ সমাজপতি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহিদ হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মো. হালিম, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত প্রমূখসহ উপজেলা অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।