নভেম্বর ৬, ২০২৪

বুধবার ৬ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা বুধবার

Brahmanpara, Cumilla
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা আগামী ৩০ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ব্রাহ্মণপাড়া সীরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আয়োজনে ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ২ টা থেকে এই সিরাতুন্নবী (সাঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

এতে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট ড. মোবারক হোসাইন। প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক আব্দুল মতিন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মুফতি ড. আবুল কালাম আজাদ বাশার।

বিশেষ আলোচক হিসাবে উপস্থিত থাকবেন নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, অধ্যক্ষ মাওলানা কবির আহমদ। বিশিষ্ট সুরকার হিসাবে উপস্থিত থাকবেন ওবায়দুল্লাহ তারেক, ঢাকা।

এছাড়াও সাইমুম শিল্পগোষ্ঠী ও গোমতি শিল্পগোষ্ঠী সুরকার হিসাবে উপস্থিত থাকবেন। তাই মাহফিলে মুসলিম তাওহীদে জনতাকে আসার জন্য সিরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।