নভেম্বর ১৩, ২০২৪

বুধবার ১৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

Brahmanpara, Cumilla
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শাহিনুর আক্তার (১১) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার ৮ অক্টোবর রাত দেড়টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নন্দীপাড়া এলাকায় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

শাহিনুর আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার নন্দীপাড়া গ্রামের হানিফের মিয়ার মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

নিহত শাহিনুরের পিতা হানিফ মিয়া জানান, ‘আমার মেয়ে শাহিনুর আক্তার ঘটনার দিন সন্ধ্যা ৭টায় আমাদের সঙ্গে খাবার খেয়ে তার দাদার ঘরে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। রাত ৯টার সময় আমরা তাকে ঘুমাতে ডাকলে তার কোনো সাড়াশব্দ মেলে না। পরে আমরা বাড়ির আশপাশে ও এলাকায় সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে রাত আনুমানিক দেড়টা-২টার সময় আমাদের বাড়ির উত্তরে ২০০ মিটার দূরের একটি বাঁশঝাড়ের পাশে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যকে বিষয়টি জানাই। খবর পেয়ে সোমবার (৯ অক্টোবর) সকালে পুলিশ নিহত শাহিনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে উপপরিদর্শক (এসআই) শান্তনু দেবনাথ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, শাহিনুর আক্তারের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর রহস্য জানা যাবে। এ ব্যাপারে শিশুটির বাবা হানিফ মিয়া থানায় অপমৃত্যুর মামলা করেছেন।