নভেম্বর ১০, ২০২৪

রবিবার ১০ নভেম্বর, ২০২৪

কুমিল্লার বুড়িচংয়ে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

Burichang, Cumilla
বুড়িচং, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লা-সিলেট মহাসড়কে বুড়িচং উপজেলার দেবপুর বাজার সংলগ্ন মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে৷

মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল (২৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালার এলাকার জামসেদ মিয়ার ছেলে।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন রাসেল। দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার দেবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এ সময় রাসেল ঘটনাস্থলেই মারা যান।

দেবপুর ফাঁড়ির এএসআই গৌরাঙ্গ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মোটরসাইকেল আরোহী রাসেলের মরদেহ উদ্ধার করি। গাড়িসহ গাড়ির চালককে আটক করা হয়েছে।’